পরিদর্শক থেকে এএসপি হলেন ৫৫ জন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৬ পিএম



পুলিশের ৫৫ পরিদর্শককে (নিরস্ত্র) বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
রবিবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদানপূর্বক পুলিশ অধিদপ্তরে ন্যস্ত করা হলো তাদের চাকরি।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শকরা দীর্ঘদিন ধরে ওসি ও সম-পদমর্যাদায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, যারা পদোন্নতি পেয়েছেন তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে।


