মগবাজারে যুবলীগের বিক্ষোভ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:০৭ এএম

মগবাজারে যুবলীগের বিক্ষোভ
দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে মাসব্যাপী বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে দুপুর ১২টায় বিশাল বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।
উক্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা, সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশ্রাফুল হাসান লিনাজ।মিছিল পরবর্তীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এসময় আশ্রাফুল হাসান লিনাজ বলেন, বিএনপি-জামাতের নৈরাজ্য রাজপথে থেকে প্রতিহত করা হবে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। এসময় যুবলীগের নেতাকর্মীদের মুহুমুর্হু শ্লোগানে মুখরিত ছিল বিক্ষোভস্থল।