ফরিদপুর-২ আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৬ পিএম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ সংসদীয় আসনের উপ নির্বাচন আগামী আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) এক বৈঠকে গৃহীত এ সিদ্ধান্তের কথা জানান ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান। তার দেয়া তথ্য অনুযায়ী ওই আসনে মনোনয়ন জমা দেবার শেষ তারিখ ১০ অক্টোবর, মনোনয়ন যাচাই ১২ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহার ১৯ অক্টোবর।

সৈয়দা সাজেদা চৌধুরীর আসনটি শূন্য ঘোষণা করা হয় গত ১১ সেপ্টেম্বর। গত ১১ সেপ্টেম্বর সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুতে একাদশ জাতীয় সংসদের ২১২ ফরিদপুর-২ আসনটি ওই তারিখে শূন্য হয়ে যায়।