এক ঘণ্টা বাড়তে পারে সরকারি অফিসের সময়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১০:১৫ এএম

প্রতীকী ছবি
কৃচ্ছ্রতা সাধনের লক্ষ্যে এক ঘণ্টা এগিয়ে সরকারি অফিসসূচি চালুর পর তা এক ঘণ্টা বাড়ানো হতে পারে। ফলে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অফিস করতে হবে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের।
বৈশ্বিক সংকটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের গত ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে বিদ্যুতের চাহিদা কিছুটা কমে যাওয়ায় শীতকালকে সামনে রেখে আগামী মাস থেকেই অফিসের সময়সূচি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। এরপর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।
সাধারণত, সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারিত আছে। তবে রমজান মাসে অফিস সময় থাকে সকাল নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত।