র্যাব থেকে বিদায় নিলেন মামুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭ পিএম

র্যাবের ৮ম মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল- মামুন। ছবি: ভোরের কাগজ



পুলিশের এলিট ফোর্স র্যাবের ৮ম মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল- মামুন। বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে পদায়ন পাওয়ায় বৃহস্পতিবার (২৯ সেপ্টম্বর) আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি। দীর্ঘ ২ বছরের বেশি সময় র্যাবের ডিজি হিসেবে দায়িত্বপালন করা চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ফুলসজ্জিত গাড়িতে করে বাহিনীর সদর দপ্তরের ফটকের বাইরে ছেড়ে আসেন কর্মকর্তারা।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেয়ার কথা রয়েছে তার।

অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গত ২০২০ সালের ১৫ এপ্রিল করোনা মহামারির মধ্যে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাবের ডিজির দায়িত্ব নেন। এসময় তার দক্ষ নেতৃত্ব ও দিক নির্দেশনার ফলে র্যাব ফোর্সেস অনন্য সফলতা অর্জন করেছে।

পাশাপাশি অপরাধ দূরীকরণে বিভিন্ন সৃষ্টিশীল ও গঠনমূলক পদক্ষেপের কারণে এই বাহিনী দেশের সকল মানুষের নিকট ভূয়সী প্রশংসাও পেয়েছে। তবে গত বছর ১০ ডিসেম্বর ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ বাহিনীর ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। সেই নিষেধাজ্ঞা নিয়েই ৩১তম আইজিপি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।