হিজরত করা সেই ৭ যুবক গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ০৯:১৫ এএম

ফাইল ছবি
‘জঙ্গি সম্পৃক্ততায়’ বাড়ি ছেড়ে ‘হিজরতে’ যাওয়া সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার মধ্যরাতে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান। তিনি বলেন, জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ মোট সাতজনকে ঢাকার আশেপাশের এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সাংবাদিকদের উদ্দেশ্যে র্যাবের এই সহকারী পরিচালক আরও বলেন, দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। জানাবেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন।