×

জাতীয়

ভাড়া নিয়ে দ্বন্দ্ব মেটাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৬:২২ পিএম

ভাড়া নিয়ে দ্বন্দ্ব মেটাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ফাইল ছবি

   

রাজধানীর খিলগাঁও চৌরাস্তায় ছেলের সাথে রিকশাচালকের ভাড়া নিয়ে দ্বন্দ্ব মেটাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে আব্বাস মিয়া (৬৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ অক্টোবর) বেলা একটার দিকে চৌরাস্তা ব্যাংক গলিতে এই না ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামে। পরিবার নিয়ে ব্যাংক গলিতে থাকতেন। ভ্যানে করে ফল বিক্রি করতেন তিনি।

তার ছেলে আয়নাল হক জানান, বাবার সাথে তিনিও ভ্যানে করে ফলের ব্যবসা করেন। দুপুরে পুরান ঢাকার বাদামতলী আড়ৎ থেকে ফল কিনে ১৮০ টাকায় রিকশা ভাড়া করে খিলগাঁও চৌরাস্তায় ফিরছিলেন। তবে রিকশাচালক পথ ভুলে অনেক রাস্তা ঘুরিয়ে এরপরে সেখানে পৌছান। রিকশা থেকে নামার পর চালক তার কাছে ৪শ টাকা ভাড়া দাবি করেন। তবে তিনি নির্ধারণ করা ১৮০ টাকার বদলে ২২০ টাকা দিয়ে তাকে বিদায় করতে চান। কিন্তু এটি কিছুতেই মেনে নেয়নি চালক। এ নিয়েই তাদের মধ্যে তর্কাতর্কি হয়।

তিনি জানান, একপর্যায়ে রিকশাচালক ভাড়া না নিয়ে সেখান থেকে চলে যান। এর কিছুক্ষণ পরে ১৫-২০ জন যুবক নিয়ে আবার সেখানে আসেন। তখন আয়নালকে মারধর শুরু করেন। এটি দেখে আব্বাস মিয়া তাদেরকে বাধা দেন। পরবর্তীতে তারা সেখান থেকে চলে যান এবং আয়নালও বাসায় চলে যান। এর পাঁচ মিনিট পর ফলের ভ্যানের কাছে তিনি হঠাৎ অসুস্থ হয়ে দাড়ানো অবস্থা থেকে পড়ে যান। এতে তার মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান মুন্সী জানান, খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে ওই বৃদ্ধর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App