বিদ্যুৎ বিপর্যয়ে অভিযুক্ত দুই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৮:৩০ পিএম

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)
ঢাকাসহ দেশের অর্ধেক এলাকায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বরখাস্তকৃত দুজন হলেন পিজিসিবির উপ-বিভাগীয় প্রকৌশলী (এসপিএমডি, ঢাকা-১) আল্লামা হাসান বখতিয়ার ও সহকারী প্রকৌশলী (এসপিএমডি, ঢাকা-১) মো. মোস্তাফিজুর রহমান।
এর আগে পিজিসিবির তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দুজনকে বরখাস্ত করা হবে বলে জানান।
গত ৪ অক্টোবর একযোগে দেশের একটি বড় অংশে বিভিন্ন জেলায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। গত শুক্রবার (১৪ অক্টোবর) এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ অবহিত করেন, এর পেছনে কারিগরি নয়, মূলত ব্যবস্থাপনাগত ত্রুটি ছিল। আর এজন্য দায়ী সঞ্চালন কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ গৃহীত হচ্ছে।