×

জাতীয়

রহস্য উদঘাটনে শুরু ‘অভ্যন্তরীণ’ অনুসন্ধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ১০:০০ এএম

রহস্য উদঘাটনে শুরু ‘অভ্যন্তরীণ’ অনুসন্ধান

প্রতীকী ছবি

   

চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ার পেনাং বন্দরে যাওয়া একটি কনটেইনার থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পেনাং বন্দর ও শিপিং এজেন্টের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না পেলেও গণমাধ্যমে প্রকাশিত তথ্যেরভিত্তিতে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। অসাবধানতাবশত ওই ব্যক্তি কন্টেইনারে ঢুকেছিল নাকি কোনো আদম পাচারচক্র এর সঙ্গে জড়িত সেটিই এখন তদন্তের বিষয়।

এক দশক আগেও চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুরে পৌঁছানো একটি কনটেইনার থেকে এক বাংলাদেশির মরদেহ ও আরেকজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তারা অবৈধভাবে সিঙ্গাপুর পাড়ি দেয়ার জন্য কনটেইনারে ঢুকেছিল বলে সে সময় তথ্য মিলেছিল। সর্বশেষ মৃত অবস্থায় উদ্ধার হওয়া ব্যক্তিও অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশে কনটেইনারে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে, যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে, মৃত ব্যক্তি আদৌ বাংলাদেশি কিনা সেটা তারা নিশ্চিত নয়।

যে কনটেইনার থেকে মরদেহ উদ্ধার হয়েছে, সেটি দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান সিনোকর শিপিং লাইন্সের মালিকানাধীন একটি জাহাজে করে মালয়েশিয়ায় যায় বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশি এজেন্ট গ্লোবলিঙ্ক এসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক চৌধুরী জানিয়েছেন, সিনোকরের নিজস্ব জাহাজ ‘এমভি সোয়াসদি আটলান্টিক’ গত ৬ অক্টোবর চট্টগ্রাম বন্দর থেকে পেনাংয়ের উদ্দেশে ছেড়ে যায়। সেটি ৯ অক্টোবর পেনাং পৌঁছায়। সেখানে কিছু কনটেইনার নামিয়ে জাহাজটি ১০ অক্টোবর সিঙ্গাপুরের উদ্দেশে চলে যায়।

১৪ অক্টোবর সন্ধ্যায় পেনাং বন্দরে খালি কনটেইনারটি থেকে দুর্গন্ধ পেয়ে সেখানে সন্দেহজনক কিছু থাকতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিনোকরের স্থানীয় এজেন্টকে জানায়। ১৭ অক্টোবর সিনোকরের পক্ষ থেকে গ্লোবলিঙ্ককে জানানো হয়, কনটেইনারে একটি মরদেহ পাওয়া গেছে। কনটেইনারটি সীতাকুণ্ডের বেসরকারি বিএম ডিপো থেকে গত ৪ অক্টোবর বিকেলে চট্টগ্রাম বন্দরে নিয়ে জাহাজে তোলা হয়েছিল বলে তিনি জানান।

জানতে চাইলে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক ভোরের কাগজকে বলেন, কনটেইনারে মরদেহ পাওয়া গেছে বলে আমরা গণমাধ্যমে দেখেছি। পেনাং বন্দর কর্তৃপক্ষ বা শিপিং লাইনসের পক্ষ থেকে আমাদের ফরমালি (আনুষ্ঠানিক) কিছুই জানানো হয়নি। যদি জানানো হয়, তখন আমরা তদন্ত কমিটি গঠন করব। তবে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আমাদের অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হয়েছে। কনটেইনারটি কোনো ইয়ার্ড থেকে এসেছে, জাহাজে লোডিংয়ের বিষয়, ট্রান্সশিপমেন্ট কোথায় হয়েছে- এসব সামগ্রিক বিষয় আমরা খতিয়ে দেখছি। তবে মরদেহটি বাংলাদেশের কোনো নাগরিকের কি না সেটা এখন পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছেন ওমর ফারুক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App