নির্বাচন অংশগ্রহণই বিএনপির সবচেয়ে ‘সেফ এক্সিট পয়েন্ট’: কাদের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০১:০১ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন অংশ নেয়াই হচ্ছে বিএনপির জন্য সবচেয়ে ‘সেফ এক্সিট পয়েন্ট’। নির্বাচনের অংশ নেয়া সবার জন্যই সেইফ এক্সিট। পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে আপনাদের।
রবিবার (২৩ অক্টোবর) বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এমআরটি লাইন ওয়ান কাজের পরামর্শ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, অন্য সব দেশের মতো বাংলাদেশেও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে। আওয়ামী লীগ পালানোর দল না, পালিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি ২০০৮ সাল থেকে পালিয়ে আছেন। টিমস নদীর পাড় থেকে নির্দেশ দিচ্ছেন। এখনো দেশে ফেরার মত সাহস পেলেন না। তিনি আবার কীভাবে নেতৃত্ব দেবেন। বন্দুকের নল সামনে নিয়ে আওয়ামী লীগের জন্ম হয়নি। তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামাবো।
তিনি আরো বলেন, ফখরুল সাহেবের ‘সেফ এক্সিট’ দরকার। কর্মীদের বলছেন লাঠি নিয়ে রাস্তায় নেমে আসার আবাস দিচ্ছেন। এর পরিণতি ভালো হবে না।এয়ারপোর্টে যাওয়ার জন্য ইমাম খোমেনীকে নিয়ে আসবেন। একমাত্র নির্বাচনে আসলে জনগণের পক্ষ থেকে সেলফ এক্সিট দেয়া হবে। বড় বড় কথা বলে মনোকলা খাবেন, চিত্রকে সুখ দেয়ার জন্য। নিজেদের অবস্থার কথা ভুলে যাবেন না। আমরা ২১ ফেব্রুয়ারির সভা বঙ্গবন্ধু এভিনিউর ফুটপাতেও করতে পারিনি। মোহাম্মদ নাসিম মতিয়া চৌধুরী ও আমাকেও লাঠিপেটা করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচির প্রেক্ষিতে পাল্টা কোনো কর্মসূচি দেবে না আওয়ামী লীগ। আমাদের কর্মসূচি প্রতিদিনই চলছে। বিএনপি ও তাদের কর্মসূচি পালনে পুলিশের সহযোগিতা পাচ্ছে। বেসরকারি পরিবহনগুলো ধর্মঘট করলে আমাদের কিছু করার নেই। আমি আবারও বলবো নির্বাচনই হচ্ছে সবচেয়ে বড় ‘সেফ এক্সিট পয়েন্ট’।