শি জিনপিংকে শেখ হাসিনার অভিনন্দন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৪:৪৫ পিএম

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেসউইংসূত্রে এ তথ্য জানা গেছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নজির ভেঙে তৃতীয় মেয়াদে পরবর্তী পাঁচ বছরের জন্য ক্ষমতাসী কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ধরে রেখেছেন এবং নিজের অনুগতদের নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য করেছেন।
রবিবার বেইজিংয়ে গ্রেট হল অব পিপলসে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনে শি-কে পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় বলে সরকারি প্রজ্ঞাপনের বরাতে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিজিটিএন।
শি এই অধিবেশনে সভাপতিত্ব করেন। অধিবেশনে সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির ২০৩ জন সদস্য ও ১৬৮ জন বিকল্প সদস্য উপস্থিত ছিলেন।