×

জাতীয়

বাহিনীর মর্যাদা বাড়ানোর আহ্বান বিদায়ী ডিএমপি প্রধানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৯:০২ পিএম

বাহিনীর মর্যাদা বাড়ানোর আহ্বান বিদায়ী ডিএমপি প্রধানের

পুলিশ সদরদপ্তরের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

বাহিনীর মর্যাদা বাড়ানোর আহ্বান বিদায়ী ডিএমপি প্রধানের
   

পুলিশ বাহিনীর মর্যাদা বাড়ানোর লক্ষ্যে কাজ করার জন্য সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদায়ী ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তার অবসর উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে পুলিশ সদরদপ্তরের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা এ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান, অতিরিক্ত ডিআইজি (আরঅ্যান্ডসিপি) মো. নাসিরুল ইসলাম, এআইজি (পিএমআইএস) মো. আশরাফুজ্জামান বক্তব্য রাখেন।

বক্তারা বিদায়ী কমিশনারকে একজন পেশাদার ও আলোকিত কর্মকর্তা আখ্যা দিয়ে তার বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বিদায়ী ডিএমপি কমিশনার একজন পেশাদার পুলিশ কর্মকর্তা। তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চমৎকারভাবে বর্ণাঢ্য চাকরি জীবন সম্পন্ন করেছেন।

বিদায়ী ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম বলেন, চাকরি জীবনে পেশাদারিত্ব বজায় রেখে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করেছি। সহকর্মীদের প্রতি আহ্বান থাকবে বাংলাদেশ পুলিশ বাহিনীর মর্যাদা বাড়ানোর লক্ষ্যে কাজ করার। এ সময় চাকরিকালে তাকে সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম গত বছরের ২৯ অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল। সরকার তার চাকরির মেয়াদ ১ বছর বাড়ানোয় তিনি আগামী ২৯ অক্টোবর অবসরে যাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App