হুমকির জবাবে মাঠে আ.লীগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৮:৪০ এএম
আওয়ামী লীগ সরকারের প্রধান বিরোধী শক্তি বিএনপির বিভাগীয় সমাবেশ হচ্ছে সারা দেশে। হাজার হাজার নেতাকর্মী জমায়েত হয়ে সরকারবিরোধী আন্দোলন করে যাচ্ছে। তারা সরকারকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিচ্ছে। বিএনপির হুমকির জবাব দিতে এবার মাঠে নামছে আওয়ামী লীগ। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি। দলীয় কর্মীদের জন্য আসছে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। এমনটিই জানিয়েছেন দলের নীতিনির্ধারকরা।
এদিকে পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে গোটা সমাবেশস্থল। নৌকার আদলে বানানো হয়েছে মূল মঞ্চ। তৈরি হয়েছে শুভেচ্ছা তোরণ। নাম ‘ত্রিবার্ষিক’ সম্মেলন হলেও এবারের সম্মেলনটি হচ্ছে আট বছর পর। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আজকের সম্মেলনে নতুন নেতৃত্ব উঠে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি পদ প্রত্যাশীদের মধ্যে বর্তমান সভাপতি ধামরাইয়ের বেনজীর আহমদ ও জেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য এবং জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেরানীগঞ্জের নসরুল হামিদ বিপুর নাম আলোচনায় রয়েছে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান দোহার উপজেলার মাহবুবুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঢাকা জেলা যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, সাভার উপজেলার মাসুদ চৌধুরী ও বর্তমান সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নবাবগঞ্জের পনিরুজ্জামান তরুণ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২০ ডিসেম্বর সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ত্রিবার্ষিক সম্মেলনে ভোটের পরিবর্তে সমঝোতার মাধ্যমে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ধামরাইয়ের বেনজীর আহমদ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান দোহারের সন্তান মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর ২১ মাস পর ২০১৬ সালের ১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
আজ সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এ ছাড়া সম্মেলন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সালমান এফ রহমান।