বাড়াবাড়ি করলে খালেদাকে আবার জেলে পাঠাবো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৫:২৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বিটিভি থেকে

বৃহস্পতিবার বিকেলে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও


আন্দোলনের নামে বিএনপি বেশি বাড়াবাড়ি করলে তাদের নেত্রী খালেদা জিয়াকে আবার জেলে পাঠানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় এ কথা বলেন তিনি। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলণে এ স্মরণসভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা খালেদা জিয়াকে জেলে পাঠানোর বিষয়ে দাবি তুলেন। প্রধানমন্ত্রী কিছু সময় নেতাকর্মীদের কথা শুনেন। এরপর তিনি এই কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি লাফালাফি করে তাদের নেতাটা কে?

স্মরণসভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মোফাজ্জল হোসেন চৌধুরী বীর বিক্রম, কেন্দ্রীয় নির্বাহী সংসদ সদস্য পারভীন জামান কল্পনা, জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের কন্যা সৈয়দ জাকিয়া নুর লিপি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণের সভাপতি আবু আহম্মেদ মন্নাফী। সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।