
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ০৬:১০ পিএম
আরো পড়ুন
করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৮৮

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৬:০৪ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন দিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৮৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জনে উন্নীত হয়েছে। অপরদিকে, মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৫ জনই অপরিবর্তিত থাকলো।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ১১৪ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর অব্যবহিত ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন দিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৮৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জনে উন্নীত হয়েছে। অপরদিকে, মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৫ জনই অপরিবর্তিত থাকলো।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ১১৪ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর অব্যবহিত ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।