×

জাতীয়

পুলিশ দেখে পালানোর সময় বাসযাত্রী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ১২:৫০ পিএম

পুলিশ দেখে পালানোর সময় বাসযাত্রী আটক

পুলিশের হাতে আটক বাসযাত্রী। ছবি: সংগৃহীত

   

রাজধানীর প্রবেশপথ সাইনবোর্ড এলাকার চেকপোস্টে পুলিশ দেখে বাস থেকে নেমে দৌড় দিলে এক যাত্রীকে ধাওয়া করে আটক করে পুলিশ।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গাউস নামে ওই যাত্রীকে আটকের ঘটনা ঘটে।

জানা যায়, সাইনবোর্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে শুক্রবার সকাল থেকেই ঢাকায় প্রবেশ করা গাড়ি তল্লাশি করছিল পুলিশ। সকাল ১০টার দিকে ঢাকা-ফেনী রুটে চলাচল করা স্টারলাইন পরিবহনের একটি বাস থামানো হয়। বাসের ভেতরে থাকা এক যাত্রীকে তল্লাশির জন্য নিচে নামতে বলে পুলিশ। নিচে নেমেই দৌড় দেন ওই যাত্রী। এরপর কয়েকজন পুলিশ তার পেছনে ধাওয়া করে। একই সঙ্গে সেখানে থাকা পুলিশের একটি ভ্যানও ছোটে তার পেছনে। কিছুটা সামনে এগিয়ে তাকে ধরে ফেলে পুলিশ।

এ বিষয়ে আটক যাত্রী গাউস জানান, পুলিশ দেখে তিনি ভয়ে দৌড় দিয়েছেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম সাংবাদিকদের বলেন, তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আসলে কী কারণে দৌড় দিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদের পর বলা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App