×

জাতীয়

আগের শর্তেই গোলাপবাগে বিএনপির সমাবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ০৫:০২ পিএম

আগের শর্তেই গোলাপবাগে বিএনপির সমাবেশ

ছবি: সংগৃহীত

   

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেছেন, আগের শর্তেই গোলাপবাগে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে বিএনপির সমাবেশকে ঘিরে কোনো ধরনের হামলার শঙ্কা আছে বলে আমরা মনে করি না। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য পোশাকে, সাদা পোশাকে কাজ করছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সমাবেশকে ঘিরে নিরাপত্তার বিষয়ে হারুন অর রশিদ বলেন, আগের শর্তগুলোই বহাল থাকবে। আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য পোশাকে এবং সাদা পোশাকে কাজ করছেন। এভাবেই আমরা সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছিলাম। গোলাপবাগ মাঠের ক্ষেত্রেও তাই। আমাদের পুলিশ সদস্যরা আশপাশের এলাকা তদারকি করছেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিএনপি প্রতিনিধি দল আমাদের কাছে কমলাপুর স্টেডিয়াম মাঠ আর মিরপুর বাঙলা কলেজের মাঠের কথা বলেছিলেন। এরপর তারা আজ ঢাকায় সমাবেশ করার জন্য গোলাপবাগ মাঠের কথা বলেন ও আবেদন করেন। আমরা এ বিষয়ে ডিএমপি কমিশনার স্যারের সঙ্গে কথা বলে অনুমতি দিয়েছি।

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আদালতে প্রেরণ প্রসঙ্গে তিনি বলেন, তাদের বিষয়ে আদালত সিদ্ধান্ত নিবেন। আমরা কোন রিমান্ড চাই নাই। আমরা তাদের এনেছিলাম জিজ্ঞাসাবাদের জন্য। এরপর তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App