বিজয় দিবসে হাজারো কণ্ঠে গান গাইবে ছায়ানট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ১০:২৫ পিএম

ছবি: ভোরের কাগজ
বিজয় দিবসে হাজারও কণ্ঠে দেশের গান গাওয়ার আয়োজন করেছে ছায়ানট। মঙ্গলবার বিকালে ছায়ানট সংস্কৃতি ভবনে বিজয় দিবসের সার্বিক আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানালেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। এ সময় উপস্থিত ছিলেন ছায়ানটের কোষাধ্যক্ষ নাসেহুন আমীন, যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়।
লাইসা আহমদ লিসা জানান, এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে নৃত্যসহ ৯টি সম্মেলক গান, দুটি একক গান এবং দুটি পাঠের মাধ্যমে। ভেদাভেদ ভুলে জাতীয় লাল সবুজ পতাকাকে রাঙিয়ে তুলতে ছায়ানট সকলকে উদাত্ত আহবান জানায়।তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সমস্বরে দৃপ্তকণ্ঠে গাওয়ার, বলার ব্যতিক্রমী এই সমাবেশ শুরু হবে ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠে।
২০১৫ সালের পর করোনায় এই অনুষ্ঠান বন্ধ থাকার পর আবারও হাজার কণ্ঠের এই আয়োজন প্রাণবন্ত করে তুলতে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করেছে ছায়ানট।