আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা সোমবার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৬:০৬ পিএম

ফাইল ছবি
আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে গঠিত নবনির্বাচিত কমিটির সভাপতিমন্ডলীর সভা অনুষ্ঠিত হবে সোমবার। সন্ধ্যা ৭ টায় গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টাার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি শেখ হাসিনা। সভাপতিমন্ডলীর সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে, শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে দলের নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচন করা হয়। নতুন এ কার্যনির্বাহী সংসদে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অধিকাংশ সদস্যই পুনর্নির্বাচিত হন। ঐদিন উপস্থিত কাউন্সিলররা কমিটির বাকি সদস্যদের নির্বাচিত করার জন্য দলীয় সভাপতি শেখ হাসিনার ওপর ক্ষমতা অর্পণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে ঘোষণা দেন তিনটি শুন্যপদসহ কার্যনির্বাহী সংসদের সদস্যদের সভাপতিমন্ডলীর সভায় মনোনীত করা হবে। সোমবারের সভায় কার্যনির্বাহী কমিটির শুন্য পদগুলো চূড়ান্ত করা হবে।