×

জাতীয়

স্বাধীনতার পক্ষের শক্তি নিয়ে প্রশ্ন মঈন খানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০৪:৩৮ পিএম

স্বাধীনতার পক্ষের শক্তি নিয়ে প্রশ্ন মঈন খানের

সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি: ভোরের কাগজ

   

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, তারা (আওয়ামী লীগ) গণতন্ত্রে বিশ্বাস করে না। কিন্তু মুখে বলে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের দল। আমি বলতে চাই– যে দল গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা কীভাবে স্বাধীনতার পক্ষের শক্তি হয়? মুক্তিযুদ্ধে এ দেশের মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছিল। মুক্তিযুদ্ধের মূল কথাই ছিল গণতন্ত্র।

সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে ‘১০ দফা বাস্তবায়ন ও বিএনপির চেয়াপার্সন খালেদা জিয়াসহ দলের সব নেতার মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। সভাটির আয়োজন করে রাশেদ ইকবাল খান মুক্তি পরিষদ। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক আহ্ববায়ক আক্তার হোসেন।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমারা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম। কারণ, আমরা উপলব্ধি করেছিলাম- পাকিস্তানের যে অপশাসন তার মধ্যে কখনও গণতন্ত্র হতে পারে না, অর্থনৈতিক সাম্য হতে পারে না। এ দুটি কারণে আমরা সেদিন অস্ত্র ধরেছিলাম।

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না মন্তব্য করে তিনি বলেন, সরকার যদি কোনও অন্যায় করে তাহলে তার জবাবদিহি নিশ্চিত করবে বিরোধী দল। এটা গণতন্ত্রের নিয়ম, বিএনপি তাই বিশ্বাস করে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।

নির্দলীয় নিরেপক্ষ সরকারের দাবি জানিয়ে মঈন খান বলেন, আওয়ামী লীগ যদি জনগণের ভালোই করে থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পাচ্ছে কেন? দেশে যদি মানুষের ভোটের অধিকার দিতে হয় তাহলে সরকারকে ক্ষমতা থেকে সড়ে যেতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App