প্রধানমন্ত্রীকে স্পিকার-চিফ হুইপের অভিনন্দন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০৯:১৪ পিএম

টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও চিফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটনের নেতৃত্বে হুইপরা। ছবি: পিএমও


ছবি: জাতীয় সংসদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গনভবনে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সংসদ সচিবালয় থেকে এক বার্তায় এ খবর জানান হয়েছে।
[caption id="attachment_393938" align="alignnone" width="1418"]
টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও চিফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটনের নেতৃত্বে হুইপরা। ছবি: পিএমও[/caption]
এছাড়া, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, হুইপ আতিউর রহমান আতিক এমপি ও হুইপ শামসুল হক চৌধুরী এমপি তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে ২৪ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পুনর্নির্বাচিত হন।


