রাজধানীতে গাড়ির ধাক্কায় নারী নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০১:০৭ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর গাবতলীতে আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত (২৫) এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা সিএনজি চালক মো. খোরশেদ বলেন, স্থানীয় লোকজন আহত নারীকে আমার সিএনজিতে উঠিয়ে দিলে আমি দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই নারী রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। নিহত ওই নারী গাবতলী এলাকায় ভবঘুরে হিসেবে ছিলেন বলে জানতে পেরেছি।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।