আইডিইবির ভোট বৃহস্পতি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৭:৪৩ পিএম

ছবি:

ছবি: সংগৃহীত
দেশের বৃহত্তম পেশাজীবি সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২০২৩-২৫ টার্মের নির্বাচন হতে যাচ্ছে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। বুধবার আইডিইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী ডিপ্লোমা প্রকৌশলীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৩৭টি পদের বিপরীতে ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের ৬৪ জেলা ও ৭টি সাংগঠনিক জেলায় স্থাপিত ৭৯টি ভোট কেন্দ্রে নিবন্ধিত ১৮ হাজার ৪শ ৩১ জন ভোটার সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব বেছে নেবেন। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।