রাজধানীর খিলক্ষেতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৮:৪৩ পিএম

ফাইল ছবি
নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ১৪ তলা ভবনের নবম তলায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার ১২ মিনিটের মধ্যে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে কাজ শুরু করেন।
সিডিসি টাওয়ার নামের ওই ভবনের নবম তলায় সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের হোস্টেল অবস্থিত।
কলেজের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম জানান, কলেজের হোস্টেলে আগুন লেগেছে। তবে আগুন লাগের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা হোস্টেল থেকে বেরিয়ে যেতে পেরেছেন।