পুরানা পল্টনে মিছিল চেষ্টা, আটক ৩

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ০৪:১৫ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর পুরানা পল্টন এলাকায় মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা যায়, জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের বিপরীত পাশের একটি গলিতে ব্যানার ছাড়াই কয়েকজন স্লোগান দিয়ে মিছিল করছিল। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শর্টগানের গুলি ছোড়ে। এ সময় কয়েকজনকে আটক করতে দেখা গেছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, সুরমা টাওয়ারের সামনে স্লোগান দিয়ে মিছিল বের করা হয়। সে সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। এখনো তাদের পরিচয় জানা যায়নি। তারা কারা পুলিশ তা জানার চেষ্টা করছে।