পর্দা উঠলো বাণিজ্যমেলার, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ১২:২৬ পিএম

আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পূর্বাচলে মাসব্যাপী বাণিজ্যমেলার পর্দা উঠলো। নতুন বছরের প্রথম দিন রবিবার (১ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) ২৭তম আসরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক্সিবিশন সেন্টারে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সরাসরি অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রধান অতিথির বক্তব্যের শেষে দুপুর ১২টায় মেলার উদ্বোধন ঘোষণা করেন।
এবার দেশি-বিদেশি মিলে মেলায় মোট ৩৫১টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন থাকবে। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি। দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারতসহ ১০টি বিদেশি রাষ্ট্রের ১৭টি প্রতিষ্ঠান অংশ নেবে।

মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস থাকবে। প্রথমে ৩০টি বাস থাকলেও পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে। ১০০ টি পর্যন্ত বাস প্রস্তুত রাখা হবে।
বাণিজ্য মেলায় নির্বিঘ্নে যাওয়ার জন্য ৩০০ ফিট রাস্তা যাতায়াত উপযোগী করা হয়েছে।
এক্সিবিশন সেন্টারের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে স্টল থাকবে। এতে করে দর্শনার্থীরা স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারবেন। এবারও প্রিমিয়ার প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, জেনারেল স্টল, ফুডকোড, মিনি স্টল, প্রিমিয়ার স্টলসহ ৩২টি ক্যাটাগরি রয়েছে। মিলনায়তনের ভেতরে নিজস্ব একটা ক্যাফেটরিয়া রয়েছে। একসঙ্গে ৫০০ লোক বসে খাবার খেতে পারবে।