মেট্রোরেলের টিকিট বিক্রির মেশিনে ত্রুটি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০১:০১ পিএম

ছবি : সংগৃহীত
মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে টিকিট বিক্রির মেশিনে ত্রুটি দেখা দিয়েছে।
সোমবার (২ জানুয়ারি) ৯টার দিকে টিকিট বিক্রির মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
আগারগাঁও স্টেশনে টিকিট বিক্রির ছয়টি মেশিন রয়েছে। যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে এই মেশিনগুলো থেকে টিকিট কিনতে পারেন। এছাড়া টিকিট বিক্রির সাধারণ কাউন্টারও এই স্টেশনে রয়েছে।
জানা য়ায়, সকাল ৯টার দিকে প্রথমে একটি মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর পরে দফায় দফায় অন্য মেশিনগুলোতে ত্রুটি দেখা দেয়। তবে সবগুলো মেশিনে একসঙ্গে ত্রুটি দেখা দেয়নি।
নাম প্রকাশ না করার শর্তে আগারগাঁও স্টেশনের এক কর্মকর্তা বলেন, টিকিট কিনতে অনেকে মেশিনে পুরোনো নোট দিচ্ছেন। আবার মেশিনে সব নোটের সেট-আপ দেয়া নেই। এসব কারণে একটু সমস্যা হচ্ছে।