ভাটারায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০১:৩৬ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর ভাটারা সোলমাইদ এলাকায় ট্রাকের ধাক্কায় সুলতান খাঁ (৫০) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) ভোর রাত পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম আসাদুজ্জামান জানান, রাতে সোলমাইদ এলাকার ১শ ফিট রাস্তায় সোলমাইদ স্কুল এন্ড কলেজের সামনে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক সুলতান খাঁ। তবে অটোরিকশাতে কোনো যাত্রী ছিলো না।
তিনি আরও জানান, ঘটনার পরপর ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
নিহতের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর গ্রামে। বাবার নাম মৃত চাঁদ খাঁ। বর্তমানে ১শ ফিট এলাকাতে থাকতেন।