প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আ. লীগের যৌথ সভা শুরু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ০১:৩৩ পিএম

ফাইল ছবি
আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সভা শুরু হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যৌথ সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত রয়েছেন।
গত ৭ জানুয়ারি আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম সভা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়। রীতি অনুসারে সেখানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বক্তব্য দেন এবং সভা মুলতবি ঘোষণা করেন। আজ সেই মুলতবি সভা হবে।