ঢাকার সিজেএম আদালতে আগুন, হতাহত হয়নি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: ভোরের কাগজ
ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এর পরপরই চারিদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে।
আদালতের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের ডিসি আনিসুর রহমান বলেন, ‘আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। তারা শিগগিরই পৌঁছাবে। সাধারণ জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছে।
এদিকে, এ অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সদরঘাট ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পৌঁছেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভীত হয়ে বিচারপ্রার্থী, পুলিশ, আইনজীবীরা আদালতের নিচে নেমে এসেছেন।