রাজধানীতে ‘নাটোর উৎসব’ ১০ ফেব্রুয়ারি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৫ পিএম

ছবি: ভোরের কাগজ

ছবি: ভোরের কাগজ
রাজধানী ঢাকায় বসবাসকারী নাটোরবাসীর হৃদয়ের স্পন্দন ও আত্মার সংগঠন নাটোর জেলা সমিতি, ঢাকার আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও ‘নাটোর উৎসব’ পালিত হবে আগামী শুক্রবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে (আসাদগেট আড়ং এর পেছনে) এ আয়োজন চলবে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত।
এবারের আয়োজনে যা থাকছে- বার্ষিক সাধারণ সভা, খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ, সংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। সংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন অপু আমান ও লুইপা, আইনুন নাহার শিউলি, আফসানা তুলি, ববি, সেতু, সুইটি প্যারিসন মেহজাবিন, সামিয়া রহমান, সাব্বিহ্, মাহমুদা ফেরদৌস, শারমিন, বিজয়, সাদিয়া, নিশি শ্রাবণী, দিতি প্রমুখ।
অনুষ্ঠানে নাটোর জেলা সমিতি ঢাকার সকল আজীবন সদস্যসহ ঢাকায় বসবাসকারী নাটোরবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. সামসুল আলম মল্লিক ও সাধারণ সম্পাদক এজেডএম নাফিউল ইসলাম।
[caption id="attachment_405091" align="alignnone" width="1080"]