×

জাতীয়

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান সেনাপতি শেখ হাসিনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১২ পিএম

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান সেনাপতি শেখ হাসিনা

সোমবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ‘কৃষিবিদ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। ছবি: ভোরের কাগজ

   

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান সেনাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই আমাদের একমাত্র পথপ্রদর্শক। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তিনিই একমাত্র সেনাপতি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে ‘কৃষিবিদ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে অক্ষুন্ন রাখার জন্য, মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রত্যয় রাখতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপি-জামায়াত এদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। তারা এদেশের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের ধারা ব্যাহত করতে চায়। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এ বছর আমাদের নির্বাচনী বছর। এ বছরই জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রতিহত করে আমাদের পবিত্র দায়িত্ব পালন করতে হবে।’

দেশ যখন উন্নয়নের মাধ্যমে এগিয়ে যায় তখনই ষড়যন্ত্র শুরু হয় উল্লেখ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘এদেশ যখন অর্থনীতির প্রবৃদ্ধি সর্বোচ্চ রেকর্ডে দাঁড়িয়েছে তখনই দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ১৯৭৫ সালে ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। কারা এবং কেন হত্যা করল? মনে রাখতে হবে ১৯৭১ যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয়কে মেনে নিতে পারেনি তারাই জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এ হত্যাকান্ড ঘটিয়েছে। রাষ্ট্র এবং জাতিকে ব্যর্থ করার ষড়যন্ত্র করা হয়েছিল। সেই পরাজিত শক্তিরা এখনো বাংলাদেশের ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকল ষড়যন্ত্র ভেদ করে বাংলাদেশকে এখন উন্নত দেশের কাতারে এনে দিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশ থেকে দারিদ্রতা চিরদিনের জন্যই বিদায় নিয়েছে।’

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভুইয়ার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম। সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App