তুরস্কে ২৩ জনকে উদ্ধার বাংলাদেশি দলের, জীবিত ১

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০২ এএম

ছবি: সংগৃহীত
তুরস্কে উদ্ধার অভিযানে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। এর মধ্যে একজনকে জীবিত এবং ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান সিকদার।
বুধবার তুরস্ক থেকে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে তিনি উল্লেখ করেন, তুরস্কে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দলের নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকাজ শুরুর ষষ্ঠ দিন ছিল বুধবার। এ পর্যন্ত মোট ২৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশি দল। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ২২ জনকে মৃত উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় তুরস্কের উদ্দেশে যাত্রা করেন। আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল।