গুলশানে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: ভোরের কাগজ
রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এ আল-মানারাত স্কুলের পাশে ১২তলা ভবনের সাততলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ও গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অপরদিকে, গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে বলেন, সন্ধ্যা সাতটার দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ হোল্ডিংয়ের ১২তলা ভবনে আগুন লাগে। আবাসিক ওই ভবনে অনেক পরিবারের বসবাস। আগুনে কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।