শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অবৈধ অস্ত্র কমাতে হবে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪১ এএম

মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেছেন, নির্বাচনকালীন সময়ে ও এর আগ মুহূর্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অবশ্যই অবৈধ অস্ত্রের উপস্থিতি কমাতে হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক হতে হবে।
সম্প্রতি ভোরের কাগজকে তিনি এসব কথা বলেন। এর আগে গত রবিবার আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক মন্ত্রিসভা কমিটি জানিয়েছে, বর্তমানে দেশে প্রচুর অবৈধ অস্ত্র আসছে। এ অবৈধ ও বেআইনি অস্ত্র উদ্বেগজনক। এজন্য সেগুলো উদ্ধারে অভিযান চালানোর জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেন, বাংলাদেশে নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের একটি বাজার তৈরি হয়। তখন আমরা দেখি সীমান্তের ওপার থেকে দেশের ভেতর অস্ত্র প্রবেশ করে। ছোট অস্ত্রগুলো পশ্চিম সীমান্ত দিয়ে আর বড় অস্ত্রগুলো প্রবেশ করে পূর্ব সীমান্ত দিয়ে। এসব অবৈধ অস্ত্রের প্রবেশ বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো উচিত। আর সঙ্গে তথ্যভিত্তিক অপারেশন অর্থাৎ তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে যে অস্ত্র উদ্ধার করা হয় তাতে জোর দেয়া।
তিনি বলেন, নির্বাচনকালীন আমরা যদি একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই, তাহলে অবশ্যই অবৈধ অস্ত্রের উপস্থিতি কমাতে হবে। সেটি আইনশৃঙ্ঘলা বাহিনীর কাজ। নির্বাচনের আগে বিভিন্ন ধরনের অপশক্তি সক্রিয় থাকে। এগুলো তারই অংশ। তাই আইনশৃঙ্খলা বাহিনী কম্বাইন কিংবা তথ্যভিত্তিক যে অভিযানই করুক তাদের তা করতে হবে।