রাজধানীতে ছুরিকাঘাতে যুবক খুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩১ এএম

ফাইল ছবি
রাজধানীর পান্থপথে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত যুবকের নাম ফারুক (২৬)। তার বাবার নাম সায়েম আলী। কাওরানবাজার রেললাইন বস্তিতে থাকতেন তিনি।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম জানান, রাতে পান্থপথে ঘাতকরা ফারুকের বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে। খবর পেয়ে স্বজনরাই তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
তিনি জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা তার পূর্ব পরিচিত। কি কারণে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তা তাদেরকে গ্রেপ্তারের পরই জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।