×

জাতীয়

শিক্ষার উপকরণে সরকারকে নজর দিতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪২ এএম

শিক্ষার উপকরণে সরকারকে নজর দিতে হবে

অধ্যাপক ডা. হারুনুর রশিদ

   

শিক্ষার উপকরণের দাম বেড়ে যাওয়ার বিষয়টি সরকারকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. হারুনুর রশিদ। তিনি বলেছেন, বর্তমানে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের ভুক্তভোগী শুধু বাংলাদেশ নয়, বিশ্বের উন্নত দেশগুলোও ভুক্তভোগী। যার ফলে শিক্ষা উপকরণসহ সবকিছুরই দাম বেড়েছে। এ পরিস্থিতিতেও সরকারকে শিক্ষা উপকরণের দাম নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিতে হবে।

সম্প্রতি ভোরের কাগজকে এসব কথা বলেন তিনি।

ডা. হারুনুর রশিদ বলেন, শিক্ষার ক্ষেত্রটিকে যদি কম গুরুত্ব দেয়া হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা। আর সেটার দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে আমাদের জাতীয় জীবনে। এটা থেকে সহসাই পরিত্রাণ পাব বলে মনে হচ্ছে না। আমাদের সামনে দুর্ভোগ আছে। আমাদের সবাইকে যে যার জায়গা থেকে সাশ্রয়ী হতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের আরো বেশি সাশ্রয়ী হতে হবে। স্বল্প খরচে কীভাবে পড়াশোনা করতে হয় আমাদের ছেলেমেয়েদের শিক্ষা দিতে হবে। কোনো কিছুতেই অপচয় করা যাবে না। সামাজিক যোগাযোগের মাধ্যমে শিক্ষামূলক কাজ ছাড়া অন্য কিছুর ব্যবহার কমিয়ে আনতে হবে। সরকারের একার পক্ষে সবকিছু সামাল দেয়া সম্ভব নয়।

তিনি আরো বলেন, সরকারের এ বিষয়ে সজাগ দৃষ্টি রয়েছে। সরকার নিশ্চয়ই দাম বাড়ার বিষয়টি আমলে নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App