বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা তদন্ত চলছে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ১০:২৯ পিএম

র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশিদ হোসেন। ফাইল ছবি

ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে বিস্ফোরণের ঘটনা কোনো নাশকতা কিনা তা তদন্ত চলছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশিদ হোসেন।
তিনি বলেন, আমাদের ইউনিট এখনো উদ্ধার কাজ চালাচ্ছে। বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা এখনও বলা যাচ্ছে না। তবে এ বিষয়ে তদন্ত চলছে। বিষয়টি নিয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে।
আরো পড়ুন: গুলিস্তান বিস্ফোরণে ১৭ জন নিহত, আহত ৪০
মঙ্গলবার (৭ মার্চ) বিতেল সাড়ে পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে ফুলবাড়িয়ায় বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে পাঁচতলা ভবন বিস্ফোরণ ঘটে। এতে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া, ৪০ জন (গণমাধ্যমে ফায়ার সার্ভিস কর্মীদের দেয়া হিসাব অনুযায়ী) আহত হয়ে হাসপাতালে আছেন। নর্থ সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের এ ভবনে কয়েকটি স্যানেটারি পণ্যের দোকান রয়েছে। ওপরের চারতলায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়।