ক্রেস্ট সিকিউরিটিজের এমডির বিরুদ্ধে দুদকের মামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০২:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ৬৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহিদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
সোমবার (১৩ মার্চ) সংস্থার উপপরিচালক রফিকুজ্জামান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
এর আগে, অনুসন্ধান শেষে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলার অনুমোদন দেয় দুদক।
দুদক সূত্র জানায়, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য রাজধানীর পল্টন মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ। অভিযোগ দুদকের তফসিলভুক্ত হওয়ায় পল্টন থানা পুলিশ অভিযোগটি কমিশনে পাঠায়। এরপর দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
দুদকের অনুসন্ধানে উঠে আসে, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের এমডি বিনিয়োগকারীদের অনুমতি ব্যতীত শেয়ার-বিক্রয়লব্ধ ৬৫ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাৎ করেছেন।