ধর্মের নামে বিচারের অধিকার কাউকে দেয়া হয়নি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১১:৩৬ এএম


প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধর্মের নামে বিচারের অধিকার কাউকে দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৬ মার্চ) তৃতীয় ধাপে আরও ৫০টি মডেল মসজিদ গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনকালে এ কথা বলেন।
[caption id="attachment_414762" align="aligncenter" width="700"]
প্রধানমন্ত্রী বলেন, ইসলামের নামে জঙ্গিবাদ ধর্মের অবমাননা ছাড়া আর কিছু নয়। প্রকৃত ইসলাম চর্চা ও ইসলামের প্রসার ঘটাতেই নির্মাণ করা হয়েছে মডেল মসজিদগুলো।

এসময় সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।