×

জাতীয়

‘জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা করলে বিএনপি আর ছাড় পাবে না’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৯:৫৯ পিএম

‘জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা করলে বিএনপি আর ছাড় পাবে না’

ছবি: ভোরের কাগজ

   

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আলোচনাসভা

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, ২০১৪ সাল আর ২০২৩ সাল এক নয়। ৫ জানুয়ারী নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন ঠেকাতে বিএনপি সারাদেশে তান্ডব চালিয়েছিল। তারা জ্বালাও-পোড়াও করেছিল। বাসে আগুন দিয়েছিল। পেট্টোল বোমা দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছিল। বহু মায়ের বুক খালি করেছিল। এই বার্ন ইউনিট তার সাক্ষী। এখন আর সেই সুযোগ তারা পাবে না। তিনি বলেন, আগামী নির্বাচন যথাসময়ই হবে, জননেত্রী শেখ হাসিনার অধীনেই হবে। এই নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াত যদি কোনো অস্থির পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তাহলে এবার তাদেরকে আর ছাড় দেয়া হবে না। বাংলার মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

সোমবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়ালের সভাপতিত্বে ও সহকারী পরিচালক ডা. হোসাইন ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিসৎক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন, বিএমএ’র মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রমূখ। এছাড়া আরও বক্তব্য রেখেছেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক (প্রসাশনিক) ডা. মামুন খান ও সহযোগী অধ্যাপক ও জরুরী বিভাগের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন।

ডা. মোস্তফা জালাল বলেন, আমাদের কথা স্পষ্ট- বিএনপি আন্দোলন করবে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আন্দোলনের নামে ভিন্ন কিছু করার চেষ্টা করবে- তা মানা হবে না। নির্বাচনে আসুন, জনগন যদি আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ২০১৩-১৪ ও ১৫ সালের মতো ঘটনা ঘটানোর চেষ্টা করবেন না। আপনাদেরকে আর সেই সুযোগ দেয়া হবে না।

ডা. জালাল আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতামনা। তার কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বেই জাতির স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে। উন্নয়ন ও অগ্রগতির যে ধারা আছে, তা অব্যাহত থাকবে। বাংলাদশ এগিয়ে যাচ্ছে, আগামীতেও এগিয়ে যাবে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App