
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৭:১৮ পিএম
আরো পড়ুন
চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০১:২৭ পিএম

ছবি: সংগৃহীত
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার নেয়া হবে। বিনা লাইসেন্স কেউ খাদ্য পণ্যের ব্যবসা করতে পারবে না।
মঙ্গলবার (২২ মার্চ) খাদ্য ভবনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মিল মালিকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, শুধু মুনাফা আর অর্থই কি সব? আপনারাও মানুষ, আপনাদেরও মরতে হবে একদিন। তাই আসুন মানুষের কল্যাণে কাজ করি।
চালের বাজার স্থিতিশীল রাখতে মিলারদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, সারা বছরই চালের দাম স্থিতিশীল রাখতে হবে। এজন্য রমজান মাসে শপথ নিতে হবে, বাকী ১১ মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার।
মন্ত্রী দাবি করেন, দেশজ উৎপাদন দিয়েই স্বাভাবিক আছে চালের বাজার পরিস্থিতি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: সংগৃহীত
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার নেয়া হবে। বিনা লাইসেন্স কেউ খাদ্য পণ্যের ব্যবসা করতে পারবে না।
মঙ্গলবার (২২ মার্চ) খাদ্য ভবনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মিল মালিকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, শুধু মুনাফা আর অর্থই কি সব? আপনারাও মানুষ, আপনাদেরও মরতে হবে একদিন। তাই আসুন মানুষের কল্যাণে কাজ করি।
চালের বাজার স্থিতিশীল রাখতে মিলারদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, সারা বছরই চালের দাম স্থিতিশীল রাখতে হবে। এজন্য রমজান মাসে শপথ নিতে হবে, বাকী ১১ মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার।
মন্ত্রী দাবি করেন, দেশজ উৎপাদন দিয়েই স্বাভাবিক আছে চালের বাজার পরিস্থিতি।