বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলো জাতীয় প্রেস ক্লাব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০২:৫৪ পিএম


ছবি: ভোরের কাগজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জাতীয় প্রেস ক্লাব। এসময় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতারা।
আজ রবিবার (২৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এর নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটির নেতারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব ভবন সজ্জিত করা হয়।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম, সিনিয়র সহসভাপতি হাসান হাফিজ, সহ সভাপতি রেজোয়ানুল হক, সিনিয়র সাংবাদিক মধুসুধন মণ্ডল, মনোজ রায়, প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য শাহনাজ সিদ্দিকী সোমা প্রমুখ।