তথ্যপ্রযুক্তির যুগে মেধার প্রতিযোগিতায় টিকে থাকতে হবে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৮:৪৪ পিএম

ছবি: ভোরের কাগজ
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, তথ্যপ্রযুক্তির যুগে মেধার প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। জ্ঞানের এ বিশাল রাজ্যে শুধু পাঠ্যপুস্তক অধ্যয়নে সীমাবদ্ধ থাকলেই চলবে না। পাঠ্যবিষয়ে সঙ্গে সঙ্গে বহির্জগতের জ্ঞান আহরণ করতে হবে।
তিনি নবীন শিক্ষার্থীদের বলেন, নিজেকে কর্মী ও জ্ঞানী করে তোলাই হবে তোমাদের মূল লক্ষ্য। তোমাদের উচিত ত্যাগ ও সত্যের অভিমুখী হওয়া। সেই সঙ্গে দৃষ্টিভঙ্গী পরিবর্তন করে সুষ্ঠু ও সবল মনের অধিকারী হওয়া। সদাচারণ, সদালাপ, উচ্চ চিন্তা ও সহজ জীবনাচারণ তোমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে। সেই সঙ্গে থাকতে হবে কল্পনাশক্তি যা মানুষকে বড় করে, ভাবনার জগতকে প্রসারিত করে।
মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর ছাত্রকল্যাণ সমিতি অঙ্গীকারের উদ্যোগে নবীনবরণ ও বার্ষিক পুর্নমিলনী এবং অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম রোল মডেল। বাংলাদেশ আওয়ামী লীগ সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে আসছে। এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সুন্দরভাবে বসবাস করার জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সুন্দর ব্যবস্থা করেছেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিরই মহান নেতা ছিলেন না, সারা বিশ্বের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন। বঙ্গবন্ধু সবসময় শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন। তার দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায়।
অনুষ্ঠানে অঙ্গীকারের সভাপতি নাইম আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম নুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মো. আখলাকুর রহমান মাইনু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আওয়ামী লীগ এর ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য শেখ জাহাঙ্গীর আলম, TCE এর ফাউন্ডার মো. সালেহ চৌধুরী, Glorious Consultancy এর সিও মো. সানাউল্লাহ, অঙ্গীকারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সিদ্দিকী মহসীন পাটোয়ারী, প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুর রাজ্জাক খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার রনক, মিঠু চন্দ্র শীল, সাবেক সভাপতি নুরে আলম সিয়াম, সাধারণ সম্পাদক স্মরণ ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ।