বঙ্গবাজারে ব্যবসায়ীদের জাকের পার্টির সমবেদনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১০:৩২ পিএম

বুধবার বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। ছবি: ভোরের কাগজ
রাজধানীর বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নেতৃবৃন্দের সঙ্গে সমবেত হয়েছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
বুধবার (৫ এপ্রিল) বিকেলে সেখানে উপস্থিত হন তিনি। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সর্বশান্ত ব্যাবসায়ীদের সহমর্মিতা ও সহানুভূতি জানানোর জন্যই জাকের পার্টি নেতৃবৃন্দকে পাঠান।
এসময় অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামালকে সঙ্গে নিয়ে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানান জাকের পার্টির মহাসচিব। ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আহাজারিতে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের দুঃখ ও বেদনার কথা তুলে ধরেন। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জাকের পার্টির মহাসচিব বলেন, জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার ব্যবসায়ী যেভাবে সর্বস্বান্ত হয়েছেন, তার যথাযথ কারণ নিরুপণ করে সহায়তা দেয়ার মাধ্যমে সবাইকে পুনর্বাসিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে যথাযথ তদন্ত নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তিনি।