জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১১:৪৪ এএম
চলবে ৯ এপিল পর্যন্ত সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত
একাদশ জাতীয় সংসদের ২২ তম ও স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয়েছে, চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। কার্যউপদেষ্টা কমিটির বৈঠক সূত্রে জানা গেছে এ তথ্য।
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টা ১০ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এর আগে সকাল ১০টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক বসে। সেখানে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন, কার্যদিবস ইত্যাদি নির্ধারিত হয়।
বৈঠকে স্পিকারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দল জাতীয় পার্টির উপনেতা জি এম কাদের, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বর্ষিয়ান পার্লামেন্টেরিয়ান আমির হোসেন আমু, শেখ ফজলুল করীম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যগণ, চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।
এরপরে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করেন। তারা হলেন- এমপি এ এইচ এন আশিকুর রহমান, এমপি আসাদুজ্জামান নূর, এমপি মকবুল হোসেন, এমপি কাজী ফিরোজ রশীদ এবং সংরক্ষিত আসনের এমপি বেগম কানিজ ফাতেমা।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তী জন স্পিকারের দায়িত্ব পালন করবেন।