মূল সমন্বয়ক সোহেলের স্ত্রীসহ গ্রেপ্তার ২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১০:২৫ পিএম

ফাইল ছবি
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় মূল সমন্বয়ক সোহেলের স্ত্রী শিখাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শিখাকে আশ্রয়দাতাও আছেন। পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। শুক্রবার (৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কেএন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিয়ে পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে সিটিটিসি।
প্রসঙ্গত, গত বছর ২০ নভেম্বর দুপুরে পুরান ঢাকার জনাকীর্ণ আদালত থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) নেতা মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নিয়ে যায় তাদের সহযোগীরা। এ জঙ্গিদের খোঁজে সারা দেশে তখন রেড এলার্ট জারি করা হয়।