ডয়চে ভেলেতে সাক্ষাৎকার দেয়া নাফিজ কারাগারে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৩:১৫ পিএম

নাফিজ মোহাম্মদ আলম। ফাইল ছবি
জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের একটি বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেয়া নাফিজ মোহাম্মদ আলমকে রাজধানী ভাটারা থানায় দায়ের করা মাদক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার (১০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই শামীম হোসেন নাফিজকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। নাফিজের পক্ষে তার আইনজীবী মাহমুদুল হাসান জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, হয়রানি করতে নাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে কিছু উদ্ধার হয়নি। জামিন দিলে পলাতক হবেন না নাফিজ।
শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর রণপ কুমার এতথ্য জানান।
সোমবার (১০ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি বিদেশি মদের বোতল, ৩২টি কলারক্যান। এছাড়া একটি ল্যাপটপ, আইফোন, মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় এসআই রিয়াদ আহমেদ ভাটারা থানায় মাদক মামলা দায়ের করেন।