নবাবপুরের আগুন নিয়ন্ত্রণে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০১:২৫ এএম
পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর নবাবপুরের সুরিটোলায় ডিসেন্ট বেকারির একটি টিনশেড গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ১৪ সদস্যবিশিষ্ট দল ও সেনাবাহিনী ওই আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ওই দল উপস্থিত হয়।
ওই গোডাউনের পাশে একটি ব্যাচেলর মেস রয়েছে। ওই মেসের পশ্চিম দিকে আগুন লেগেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আগুন লাগার বর্ণনা দিয়ে ওই মেসের সদস্য মো. বেলাল বলেন, আগুন মেসে লাগেনি। লেগেছে মেসের পশ্চিমপাশে গোডাউন থেকে। প্রথমে একটি বিকট শব্দ হয়। তারপর দেখি ধোঁয়া আর ধোঁয়া। এরপর নিচে আসি। পরে দেখি পাইপ মার্কেট আগুনে পুড়ছে। ডিসেন্ট বেকারির স্টাফদের রুম পুড়েছে। আমাদের মেসের জিনিসপত্র পুড়ে গেছে। আমরা ভাইয়ের ২০ হাজার টাকা ও আমার পাঁচ হাজার টাকা রুমে ছিলো পুড়ে গেছে। ঈদের মার্কেট করতে টাকা রেখেছিলাম। সব শেষ।
আগুন লাগার সময় ঘটনাস্থলে উপস্থিত মো. রিমন সরকার জানিয়েছেন, তারাবি নামাজের শেষে দেখি কোহিনুর ভবনে আগুন জ্বলছে। এরপর বিকট কয়েকবার শব্দ হয়। তারপর আগুন বাড়তে থাকে। প্রথমে মেসে আগুন লাগে। মেসের সদস্যরা জিনিসপত্র নিয়ে নীচে নামতে দেখি। তাদের কাছ থেকে জানতে পারি মেসে আগুন লেগেছে। এরপর আগুন বাইরের আশেপাশের পাইপ, প্লাস্টিক কারখানায় এমনকি নবাবপুর টাওয়ারের নীচের অংশেও আগুন ছড়িয়ে পড়ে। এরপর ট্রান্সমিটারে আগুন লাগে। এরপর আশেপাশের লোকজন পানি দিয়ে নিভাতে থাকে। এরপর প্রথমে বিদ্যুত অফিসের লোকজন আসে। তারপর ফায়ারসার্ভিস প্রায় ১ ঘন্টা পর ঘটনাস্থলে এসে আগুন নিভাতে থাকে।
এদিকে, আগুন লাগার অনুভূতি জানিয়ে ডিসেন্ট বেকারির কর্মী আবুল হাসান মিঠু বলেন, আমাদের বেকারির তিন তালায় আগুন লাগে। মেস থেকে আগুন লাগে। পাইপ মার্কেটে আগুনে পুড়ে অনেক ক্ষতি হয়েছে। আমাদের ডিসেন্ট ব্যাকারীর কারখানার তেমন ক্ষতি হয়নি। স্টাফদের রুম পুড়ে গেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বার্তায় আগুন লাগার খবর জানানো হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়েছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।