জুয়ার সাইট চালিয়ে টাকা হাতিয়ে নিত চক্রটি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ১০:১৫ পিএম

ছবি: ভোরের কাগজ
ইলেকট্রনিক ডিভাইস দিয়ে অবৈধ বেটিং (জুয়া) সাইট পরিচালনা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত একটি চক্র। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তারা অবৈধ অর্থের লেনদেন করতো। পাশাপাশি অনলাইন জুয়ার সাইটের ডোমেন ও সার্ভার কিনে অতিরিক্ত দামে অন্যদের কাছে বিক্রি করতো। এভাবে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সাইট পরিচালনা ও সাইট বিক্রির কাজ করে আসছিল চক্রটি। এতেকরে অনেক মানুষ জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হয়।
অন্যদিকে চক্রের সদস্যরা লাভবান হয়। তবে রেহাই মিলেনি। ঢাকা মহানগর পুলিশের (ডিবি) সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম এই চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- বিধান চন্দ্র সূত্রধর (২৯) ও বিজয় চন্দ্র সেন (২০)।
ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আশরাফউল্লাহ বলেন, চক্রটি অবৈধভাবে ডিবেট ৩৬৫ এবং ব্যাটম্যান নামের দুটি জুয়ার সাইট চালাতো। একদিকে জুয়ার সাইট চালিয়ে টাকা হাতিয়ে নিত। আবার অন্যদিকে এসব অবৈধ সাইট তৈরি করে বিক্রি করতো। টাকার বিনিময়ে তারা জুয়া খেলার যাবতীয় সহযোগীতা প্রদান করতো। আমরা ১৭ এপ্রিল প্রথমে বিধান চন্দ্র সূত্রধরকে গ্রেপ্তার করি। পরে তার দেয়া তথ্যমতে বিজয় চন্দ্র সেনকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন, সিপিইউ থেকে অনলাইন জুয়ার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে।
আশরাফউল্লাহ বলেন, এ ঘটনায় নয়ন চন্দ্র সূত্র ধরসহ আরও কয়েকজন আসামি পলাতক রয়েছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তারা প্রত্যেকেই পরষ্পর যোগসাজোশে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে অবৈধ বেটিং সাইট চালিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন করেছে। আমরা গ্রেপ্তার আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে কি পরিমাণ টাকার লেনদেন করেছে জানার চেষ্টা করছি।